মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

১ মাসে ৩ বার বদলি ( প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি এর কান্ড )

খবর :
নাটোর পি টি আই এর সহকারী সুপারিনটেনডেন্ট  আলহাজ জালাল উদ্দিন আহমেদকে ১ মাসে ৩ বার বদলি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ডিজি শ্যামল কান্তি ঘোষ । প্রথমে সদ্য  প্রমোসন প্রাপ্ত সাবিহা খাতুনকে নওগা পি টি আই এ নিযোগ দেওয়া হয় ১৯/৪/২০১৩ তারিখে ।কিন্তু ২৩/৪/২০১৩ তারিখে জালাল উদ্দিন আহমেদকে নওগা পি টি আই এ বদলি করে  সাবিহা খাতুনকে নাটোর পি টি আই এ নিযোগ দেওয়া হয়। পরবর্তিতে আবার জালাল উদ্দিন আহমেদকে নওগা পি টি আই থেকে পাবনা পি টি আই এ বদলি  হয় ১৩/৫/২০১৩ তারিখে ।একই সাথে পাবনা পি টি  আই  এর সহকারী সুপারিনটেনডেন্ট সমরেন্দ্র নাথ সান্যালকে সিরাজগঞ্জে  এবং সিরাজগঞ্জের সহকারী সুপারিনটেনডেন্টকে নওগা পি টি  আইতে বদলি করা হয় ।পরবর্তিতে ২০/৫/২০১৩ তারিখে আবার সমরেন্দ্র নাথ সান্যালকে পাবনা পি টি আই এবং জালাল উদ্দিন আহমেদকে সিরাজগঞ্জ পি টি আইতে বদলি করা হয় । ২৩/৪/২০১২ তারিখ থেকে ২০/৫/২০১৩ তারিখ এই ১ মাসের ও কম সময়ে জালাল উদ্দিন আহমেদকে ৩ বার বদলি করা হয় ।

একজন  ব্লগার এর প্রশ্ন :
আমি শ্যামল কান্তি ঘোষ এর কাছে জানতে চাই ক্যানো একজন মানুষকে ১ মাসে ৩ বার বদলি করা হইলো ? আর সমরেন্দ্র নাথ সান্যাল গত ৫ বৎসর যাবত একই পি টি আইতে থাকা সর্তেও পুনরায় তাকে আবার পাবনা পি টি আইতে ক্যানো  বদলি করা হইলো ? আর কোন ক্ষমতা বলে আপনি জালাল উদ্দিন আহমেদকে ১ মাসে ৩ বার বদলি করলেন ? সে কি কোনো অন্যায় করেছিলো যে তাকে এইভাবে  বদলি করা হইলো ? আপনি ইতিহাসে একটা বিরল ঘটনা সৃষ্টি করেছেন. আর এতক্ষণ যার কথা বলছিলাম সে আমার বাবা  তাকে আপনি ফুটবলের মত লাত্থি দিয়ে এখান থেকে ওখানে সরায়ে দিস্ছেন ক্যানো ? আপনাকে এই প্রশ্ন গুলোর জবাব দিতে হবে ............     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন